নিজস্ব প্রতিবেদক:
নগরের ডবলমুরিং এলাকায় মো. আজিম হত্যাকাণ্ডের ঘটনায় চার কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ জুন) নগরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, সোমবার (৩ জুন) রাতে ডবলমুরিং থানার আগ্রাবাদ চারিয়াপাড়ায় কিশোর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মো. আজিমকে ছুরিকাঘাতে হত্যার পর পালিয়ে যায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি ও একটি রামদাসহ চারজনকে গ্রেপ্তার করে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের সিএসপি নিউজকে জানান, ডবলমুরিংয়ের চারিয়াপাড়া এলাকায় নিহত মো. আজিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ৫ থেকে ৬ কিশোর গ্যাং সদস্য। উপস্থিত লোকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে আমরা অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করি।
তিনি আরও বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি পূর্ব শত্রুতার জেরে তাকে মারা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
সিএসপি/বিআরসি