রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
‘আমরা করবো জয়, জয় করবো এই দেশকে, এই আমাদের অঙ্গিকার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের আওতাধীন বার আউলিয়া ডিগ্রি কলেজ ইউনিটের উদ্যোগে চট্টগ্রামের লোহাগাড়ায় শিশুদের মাঝে এক বেলা খাবার বিতরণ করা হয়েছে।
২০ নভেম্বর (বুধবার) সকালে বিশ্ব শিশু দিবস উপলক্ষে উপজেলার পদুয়া মাদ্রাসায় এতিম শিশুদেরকে এ খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বার আউলিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ. বীরেন্দ্র দেব নাথ, যুব রেড ক্রিসেন্ট বার আউলিয়া ডিগ্রি কলেজ ইউনিটের দায়িত্ব প্রাপ্ত শিক্ষক মাসুদ করিম,রোভার স্কাউট শিক্ষক আলমগীর,টিম লিডার মোঃ মিনহাজসহ বার আউলিয়া ডিগ্রি কলেজ ইউনিটের যুব সদস্যবৃন্দরা। কলেজ ইউনিটের টিম লিডার মোঃ মিনহাজ জানান,আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। ভবিষ্যতে
শিশুরা যাতে অবহেলিত ও অপরাধের সঙ্গে না জড়িয়ে পড়ে সেসব বিষয় নিয়ে সবাইকে সচেতন হতে হবে।