রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি, ইউনিটি স্টাইল এক্সসরিজ লিমিটেডের এমপি, শিল্পপতি মোহাম্মদ ফোরকান উল্যাহ চৌধুরী বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের মেধার বিকাশে কাজ করবে। আলোকিত মানুষ হবে। এদেশের উন্নয়নে তারাই অবদান রাখতে পারবে। তিনি আরও বলেন, মা`দের ভূমিকা অনেক বেশী তার সন্তানদের মানুষের মত মানুষ হতে। মা`দের সচেতন হতে হবে। শিক্ষকের পাশাপাশি মা`য়েরা সচেতন হলে তার সন্তান একদিন আলোর মুখ দেখবে।
২ ডিসেম্বর সকালে উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আমিরাবাদ চেরী গ্রামার স্কুলের বার্ষিক পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।
আমিরাবাদ চেরী গ্রামার স্কুলের অধ্যক্ষ অধ্যাপক জালাল আহমদের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন স্কুলের সভাপতি অধ্যাপক কুতুব উদ্দিন বাবর।
আমিরাবাদ চেরী গ্রামার স্কুলের প্রধান শিক্ষক মাঈনুদ্দিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আধুনগর ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যাপক আবদুল খালেক,দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম,পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নাছির উদ্দিন,লোহাগাড়া বটতলী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, লোহাগাড়া মা`মনি হাসপাতালের সেক্রেটারী ডাঃ আখতার আহমদ, হাসেম টাওয়ারের মালিক আলহাজ্ব আবুল হাসেম,লোহাগাড়া প্রেস ক্লাবের প্রচার-প্রকাশনা সম্পাদক রায়হান সিকদার প্রমুখ।অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, সকল শিক্ষার্থী, অভিভাবক-অভিভাবিকাবৃন্দরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে স্কুলের কৃতি শিক্ষার্থীদের কে পুরুষ্কার তুলে দেন উপস্থিত সকল অতিথিবৃন্দরা।