নিজস্ব প্রতিদেক:
নগরের আকবর শাহ এলাকা থেকে মো. জুয়েলকে (৩৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড কার্তুজ এবং ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জুয়েল কুমিল্লার বাংগড়া থানার খৈয়াখালী এলাকার মৃত তোফাজ্জাল হোসেনের ছেলে।
র্যাব জানায়, আকবর শাহ এলাকার ১নং ঝিলের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার জুয়েলের স্বীকারোক্তিতে বসতঘরের শয়ন কক্ষের বিছানার নিচে বিশেষ কৌশলে রাখা দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড কার্তুজ এবং ৬০ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জুয়েল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জব্দকৃত অস্ত্র দিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার এবং মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে নিরাপত্তা দিয়ে আসছিল।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত অস্ত্র আকবর শাহ থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার জুয়েলের বিরুদ্ধে আকবর শাহ থানায় অস্ত্র এবং মাদক সংক্রান্তে দুটি মামলার তথ্য পাওয়া যায় বলে জানায় র্যাব।
সিএসপি/বিআরসি