সিএসপি ডেস্ক:
নগরের আকবরশাহ থানা এলাকা থেকে ১৭ কেজি গাঁজাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।
আটক আসামিরা হলো- ফেনীর পরশুরাম পৌরসদরের বিলোনিয়া এলাকার মৃত শফিক ভূঁইয়ার ছেলে মো. সাফায়েত হোসেন (১৯), একই এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে বেলাল হোসেন (২৫) ও লক্ষ্মীপুরের কমলনগর থানার চরলরেন্স এলাকার আব্দুল হামিদের ছেলে মো. তারেক (২২)।
শুক্রবার (২২ মার্চ) রাতে আকবরশাহ্ থানার সিটিগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আকবরশাহ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এরশাদ উল্লাহ জানান, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সিটি গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি লোকাল বাসে অভিযান চালানো হয়। এ সময় বাস থেকে নেমে দুই যাত্রী দৌড়ে পালানোর চেষ্ঠা করলে তাদের আটক করা হয়। পরে বাসের বক্সে রাখা তাদের দুটি বস্তার ভেতর থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া রাত সাড়ে ১২টার দিকে একই এলাকায় স্টার লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে এক ব্যক্তির কাঁধে থাকা একটি ব্যাগ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সিএসপি/বিআরসি