নিজস্ব প্রতিবেদক:
নগরের আকবরশাহ্ হাউজিং সোসাইটি থেকে জুয়া খেলা অবস্থায় জুয়া চার জুয়ারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়।
আটকরা হলেন-মো. ফুল মিয়া (৪৭), জয়নাল আবেদীন (৫৮), আনোয়ারুল (৩৮) এবং রাজু মিয়া (৫২)।
বৃহস্পতিবার (২৩ মে) তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আকবরশাহ্ থানাধীন আকবরশাহ্ হাউজিং সোসাইটিস্থ ফারুক চৌধুরী মাঠের গাছতলায় অভিযান চালিয়ে খেলারত অবস্থায় তাদের আটক করা হয়। ওই সময় তাদের হেফাজত থেকে এক বান্ডেল তাস ও নগদ টাকা জব্দ করা হয়।
আকবার শাহ্ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রব্বানী জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় ননএফআইআর প্রসিকিউশন দাখিল করে আদালতে পাঠানো হয়েছে।
সিএসপি/বিআরসি