নিজস্ব প্রতিবেদক:
নগরের আকবরশাহ থানার একে খান এলাকায় ট্রেনে কাটা পড়ে জান্নাতুল ফেরদৌস নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছে।
শনিবার (১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল পাহাড়তলী সাগরিকা রোডের মা ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তিনি নগরের খুলশীর ওয়্যারলেস কলোনিতে থাকতেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল ইসলাম সিএসপি নিউজকে বলেন, নিজ কর্মস্থল পোশাক কারখানায় যেতে রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই পোশাকশ্রমিক নিহত হয়েছেন।
সিএসপি/বিআরসি