নিজস্ব প্রতিবেদক:
নগরের আকবরশাহ থানা এলাকার সিটি গেটে অভিযান চালিয়ে মো. আজাদ প্র. কালা আজাদ (৩৩) নামে ১১ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দেড় হাজার ইয়াবাও জব্দ করা হয়।
গ্রেপ্তার কালা আজাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা আছে।
শনিবার (৮ জুন) বিকালে সিটি গেটের আবদুল লতিফ ড্রাইভারের বাড়ির রাস্তার মুখ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আকবরশাহ্ থানার সিটি গেটের পশ্চিম পাশের পুলিশ চেকপোস্ট সংলগ্ন আবদুল লতিফ ড্রাইভারের বাড়ির রাস্তার মুখে অভিযান চালিয়ে আসামি মো. আজাদ প্র. কালা আজাদকে (৩৩) কাঁধে ব্যাগ থাকা একটি ছাই রঙের ছোটো ব্যাগের ভিতর একটি পলিথিন মোড়ানো অবস্থায় ১ হাজার ৫শত পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার মাদকব্যবসায়ী কালা আজাদের নামে ১১টি মামলা রয়েছে। যার তিনটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্টও রয়েছে।
গ্রেপ্তার আজাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে পুলিশ জানায়।
সিএসপি/বিআরসি