রায়হান সিকদার: বাংলাদেশ আওয়ামী লীগের তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সড়ক ও সেতু মন্ত্রনালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
২৭ ডিসেম্বর রাতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এসময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, বাংলাদেশ আওয়ামী লীগের নব নির্বাচিত দপ্তর সম্পাদক, লোহাগাড়ার কৃতি সন্তান ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, রয়েল টেক্সটাইলের চেয়ারম্যান,বিশিষ্ঠ দানবীর শিল্পপতি আলহাজ্ব আবুল কাসেম চৌধুরী,লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, চুনতি ইউপির চেয়ারম্যান মোঃ জয়নুল আবেদীন জনু কোম্পানী,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবিরসহ অনেকেই উপস্থিত ছিলেন।