রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান হাজিরপাড়া গ্রামের অন্যতম সামাজিক ও সেবামূলক সংগঠন ‘দশে মিলে করি কাজ’র উদ্যোগে ২২ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ২ টায় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘ হাজির পাড়া এবতেদায়ী মাদ্রাসা ” প্রাঙ্গণে অসুস্থ ও অসহায় মোঃ মিনহাজ উদ্দীন(২৫) কে ভারতে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে অত্র এলাকার সামাজিক ও সেবামূলক সংগঠন ‘ দশে মিলে করি কাজ ‘। এই সময় উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সংগঠক মোঃ সাইফুল্লাহ চৌধুরী,বিশিষ্ট সমাজ সেবক মোঃ তৌহিদুল ইসলাম চৌধুরী ও শিক্ষক মোঃ আবদুল বাকী চৌধুরী প্রমুখ। এ সময় উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা এম সাইফুল্লাহ চৌধুরী বলেন, এলাকার এই ক্রান্তিকালে বন্যায় গৃহহারা অসহায় হত দরিদ্র মোঃ মিনহাজ উদ্দিনকে চিকিৎসার জন্য সামান্য উপহার সামগ্রী নিয়ে তার পাশে দাড়াতে পেরে মহান আল্লাহর শোকরিয়া আদায় করছি। বিত্ত ও হৃদয়বান ব্যক্তিদের দেওয়া সহযোগিতা প্রকৃত অসুস্থ ও অসহায়ের নিকট পৌঁছে দিতে পেরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। আর যারা সহযোগিতা দিয়েছেন এবং সবাইকে ‘ দশে মিলে করি কাজ’র পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এক্ষেত্রে বিত্তবানদের সহযোগিতা এবং দোয়া কামনা করছি।