রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ অসুস্থ দু`জন মুক্তিযুদ্ধাদের বাড়িতে মহান বিজয় দিবসের শুভেচ্ছা উপহার নিয়ে হাজির হলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান এবং উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল। ১৫ ডিসেম্বর সকালে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলার বড়হাতিয়ার সন্তান অসুস্থ বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান এবং কলাউজান ইউনিয়নের পুর্ব কলাউজানের কাজল কান্তি দাসের বাড়িতে গিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা প্রদান করা হয়।এসময় কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম. এ ওয়াহেদ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ বেঙ্গল এবং রফিক দিদারসহ অন্যান্যরা সাথে ছিলেন।উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান জানান, জাতির দু শ্রেষ্ঠ সন্তান শফিক এবং কাজল কান্তি দাশ অনেক অসুস্থ। তাদের অসুস্থতার খবর পেয়ে তাদের বাড়িতে গিয়ে মহান বিজয় দিবসের শুভেচ্ছা উপহার প্রদান করি। জাতীর এই শ্রেষ্ঠ সন্তানদের আনন্দ, আবেগ এটি অমূল্য, এটি আমাদের জীবনের একটি বড় অর্জন, আমাদের বিজয়ের আনন্দ বলেও তিনি জানান।