সীতাকুণ্ড প্রতিনিধি:
সীতাকুণ্ডে অসুস্থ আত্মীয়কে দেখতে যাওয়ার পথেই লেগুনার চাপায় ঘটনাস্থলেই রোকসানা আক্তার ওরফে পারুল (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত রোকসানা পৌরসদরের আমিরাবাদ গ্রামের নুরুল আলমের মেয়ে। এ সময় তার সঙ্গে থাকা মরিয়ম বেগম নামে আরও এক নারী আহত হয়েছেন।
শনিবার (৬ এপ্রিল) সকাল ১১টায় পৌরসভাধীন মহাসড়কে এ ঘটনা ঘটে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হাকিম সিএসপি নিউজকে জানান, বাড়ি থেকে এক অসুস্থ আত্নীয় বাড়ি যাবার উদ্দেশে বের হয়েছিলেন পারুল। তিনি বাসস্ট্যন্ডে যাবার সময় দক্ষিণ বাইপাস এলাকায় একটি দ্রুতগামী লেগুনা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে তার সঙ্গে থাকা অপর এক নারী মরিয়ম বেগম। খবর পেয়ে লেগুনাটি আটক করেছে পুলিশ। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের হাতে তুলে দেয়া হবে।
সিএসপি/বিআরসি