রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বাইয়ার পাড়া হাঙ্গর খাল সংলগ্ন লক্ষীর জোরা এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ঘটনাস্থল হতে দুটি ট্রাক জব্দ এবং ২ ব্যক্তিকে ৬০হাজার টাকা জরিমানা ও প্রত্যেককে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার চরম্বার জোড়পুকুর পাড়া আবদুল মোনাফের পুত্র রিদোয়ানুল হক (১৯) এবং জান মুুহাম্মদ সিকদার পাড়ার ছাবের আহমদের পুত্র জাকির হোসেন (২৬)।
৫ নভেম্বর (শনিবার) সকালে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।
অভিযানকালে থানার এসআই নুরুন্নবী সহ পুলিশ বাহিনীর সদস্যরা, গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, উপজেলার চরম্বা বাইয়ার পাড়া হাংগর খাল সংলগ্ন লক্ষ্মীর জোরা ছড়া এলাকায় হতে বালু উত্তোলন ও মাটি কাটছিল এলাকার বালু ও মাটি খেকোরা। গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলন এর খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত করে ঘটনাস্থল হতে দুইটা ট্রাক আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে অপরাধের দোষ স্বীকার করায় রিদুয়ান ও জাকিরকে ৬০,০০০/- (ষাট হাজার টাকা) অর্থদণ্ড ও প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। পরবর্তীতে এ ধরণের অপরাধ আর করবে না মর্মে অংগীকার নামা নেয়া হয়।জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।