রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার অত্যন্ত জনগুরুত্বপুর্ণ ও ব্যস্ততম সড়ক হিসেবে পদুয়া ধলিবিলা-নাওঘাটা-আধারমানিক সড়ক। সড়কটিতে কাজ আসে আবার বন্ধ হয়ে কাজ। এলাকার জনসাধারণ, যান চলাচলে চরম ভোগান্তিতে ছিল। যা জনসাধারণের ভোগান্তির শেষ নেই।অবশেষে এ সড়কটিতে দেখা মিলল কাজের ঠিকানা। পদুয়া নাওঘাটা-ধলিবিলা সড়কের কার্পেটিং এর কাজ শুরু করা হয়েছে। পদুয়া তুলাতুলী হয়ে নাওঘাটা পর্যন্ত কাজ চলমান থাকবে। এলজিইডি কর্তৃক এ সড়কটির বাজেট ১কোটি ৭ লাখ টাকা।২১ জানুয়ারি সকাল ১০টার দিকে সড়কটির কাজের উদ্বোধন করেন পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ প্রকাশ আর্মি হারুন।এসময় ইউপি সদস্য নজরুল ইসলাম বাবুল, মোঃ,নাছির উদ্দিন,লেয়াকত আলী, শহীদুল ইসলাম,আওয়ামী লীগ নেতা সমশুল আলম, আবদুল জব্বার খোকন, ফেরদৌস প্রকাশ ফেরু মেম্বার, ঠিকাদার জকরিয়া বাবুল, তারেকুল ইসলাম তারেক,ব্যবসায়ী মোস্তফিজুর রহমান মনুসহ এলাকার জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ প্রকাশ আর্মি হারুন জানান,নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার মানুষকে আশা দিয়েছি,প্রতিশ্রুতি দিয়েছি। দীর্ঘদিনের মানুষের প্রানের দাবি, সড়কটি দিয়ে চলাচলে চরম ভোগান্তিতে ছিল জনসাধারণ।গাড়ি চলাচলেও রীতিমত হিমশিম খেতে হতো। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এলজিইডি কর্তৃক সড়কটি কাজের জন্য ১কোটি ৭ লাখ টাকা ব্যয়ে কাজ শুরু করা হয়।এ সড়কটিতে কাজ শুরু হওয়ার জন্য আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি,বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রিয় দাদা ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া এবং নব নির্বাচিত সাংসদ আবদুল মোতালেব সিআইপির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।