হাটহাজারী প্রতিনিধি:
একটানা তিনদিন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে অবশেষে মারা গেল হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত মো. সাকিব (২৫)।
রোববার (৩১ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে সাকিব চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে মারা যায়।
নিহত সাকিব রাউজান উপজেলার ইসলাম ড্রাইভার এবং জাহানারা বেগমের ছেলে। সে হাটহাটহাজারী পৌরসভার মোহাম্মদপুর এলাকার পেটান খলিফার বাড়ির নানার বাড়িতে থাকতো বলে জানা গেছে।
জানা যায়, বৃহস্পতিবার হাটহাজারী রাঙামাটি আঞ্চলিক মহাসড়কের পৌরসভার অংশের ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টারের সামনে সড়কের পাশের রেলিংয়ের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় সাকিব। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চমেক হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।
প্রতিবেশী জামিল জানায়, সাকিব একসময় পেশায় সিএনজিচালক ছিলেন। পরে সে ওই পেশা বাদ দিয়ে ছাত্রলীগের (ইউনুচ গণি গ্রুপ) রাজনীতিতে জড়িয়ে যায়।
নিহতের মামা রাশেদ রোববার দুপুরে সিএসপি নিউজকে সাকিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ এখনো হাসপাতালে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে লাশ বাড়িতে আনার পর জানাযা নামাজের পর পারিবারিক কবরস্থান তাকে দাফন করা হবে।
সিএসপি/বিআরসি