Logo
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন

অপারেশন ডেভিল হান্ট: লোহাগাড়া উপজেলা আ. লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী গ্রেপ্তার

লোহাগাড়া ( চট্টগ্রাম ) প্রতিনিধিঃ

‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার দিকে সদর ইউনিয়নের জমিদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। খোরশেদ লোহাগাড়া সদর ইউনিয়ন জমিদার পাড়ার মৃত বেলায়েত হোসেন চৌধুরীর পুত্র।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আরিফুর রহমান জানান, খোরশেদ আলম চৌধুরীর বিরুদ্ধে জুলাই-আগস্টে সংগঠিত সহিংসতায় জড়িত থাকার সুস্পষ্ট তথ্য রয়েছে।

তিনি ‘গত ৫ আগস্টের আগে লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা, গুলিবর্ষণ করে হামলা ও বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক, ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় থানায় মোট তিনটি পৃথক মামলার এজেহার নামীয় আসামি। আইন প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও,তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ