রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর বাজার এবং আমিরাবাদ স্টেশনে বাজারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় পেয়াজের ঝাঁজ কমাতে মনিটরিং জোরদার করা হয়। সকল ব্যবসায়ীদের সতর্ক করা হয়। ১২ ডিসেম্বর সকালে এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।এ সময় সাথে ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল,থানা পুলিশ,আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান জানান,লোহাগাড়া উপজেলার আমিরাবাদ বটতলী স্টেশন এবং আধুনগর বাজারে পেয়াজের মূল্য বৃদ্ধিজনিত কারণে অভিযান পরিচালনা করা হয়। ক্রয়মূল্য হিসেবে পেয়াজের দাম ১১০-১২৫ টাকায় যেনো বিক্রি করে তার জন্য নির্দেশনা দেয়া হয়। পেয়াজের দাম বেশী নিলে অসাধু অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।