স্পোর্টস ডেস্ক:
সৌদি আরবের খেলোয়াড় হিসেবে নতুন অধ্যায়ের সূচনা না হলেও এবার তাকে দেখা যাবে ভিন্ন চরিত্রে।
সম্প্রতি সৌদি আরবের বিলাসবহুল পোশাক ব্র্যান্ড সাইয়ারের অ্যাম্বাসেডর হয়েছেন মেসি। পোশাক ব্র্যান্ডটির সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক ছবি পোস্টের মাধ্যমে এর সত্যতা খুঁজে পাওয়া যায়।
সৌদি আরবের বিলাসবহুল পোশাক ব্র্যান্ড সাইয়ারের অ্যাম্বাসেডর হয়েছেন মেসি।
ওই ছবিতে আর্জেন্টাইন কিংবদন্তিকে ধবধবে সাদা থোব এবং লাল-সাদা কেফিয়াহ বা রুমাল পরা অবস্থায় দেখা যায়।
এছাড়াও প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, লিওনেল মেসি ক্যামেরার সামনে তার মাথার কেফিয়াহ বা রুমাল ঠিক করছেন। ভিডিওর শেষ অংশে দেখা যায়, মেসি সাইয়্যারের একটি কমলা রঙের বাক্স ধরে রেখেছেন। এছাড়া পেইজটিতে মেসির আরও বেশি কিছু স্থিরচিত্রও প্রকাশ করা হয়েছে।
তবে মেসির এমন পরিচয় দেশটির সঙ্গে নতুন নয়। এর আগে দেশটির পর্যটন দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
সিএসপি/বিআরসি