স্পোর্টস ডেস্ক:
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দুটিতেই শূন্য রানে ফিরে আসে লিটন দাস। ওপেনিং ব্যাটারের এমন পারফরম্যান্সের পর তৃতীয় ওয়ানডের আগে বাদ দেয়া হয়েছে তাকে।
নতুন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু স্পষ্ট করেই জানিয়েছেন, নতুন বলে অধারাবাহিকতার কারণেই বাদ দেয়া হয়েছে তাকে। লিটনকে তার পারফরম্যান্সের জন্য বাদ দেয়া হলেও সেটি মানতে নারাজ মেহেদী হাসান মিরাজ।
মিরাজের মতে, বাদ পড়েনি লিটন, খুব দ্রুতই জাতীয় দলে ফিরবেন তিনি।
জাতীয় দল থেকে বাদ পড়ার পর ডিপিএলেও রান নেই লিটনের ব্যাটে। আবাহনীর জার্সিতে মাঠে নেমে ১৯ বলে ৫ রান করে সাজঘরে ফিরতে হয়েছে তাকে। ব্যাট হাতে সময়টা ভালো না কাটলেও লিটনের পাশে দাঁড়িয়েছেন মিরাজ।
মিরাজ বলেন, লিটন দা আগেও অনেক ভালো ভালো ইনিংস খেলেছে। তার অনেক ইনিংস আছে যেটা স্মরণীয়। আমি মনে করি উনি বাদ পড়েছেন ওইরকম কিছু না, আবার ক্যামবেক করতে পারবে-এটা আমি মনে করি। উনার মধ্যে সেই সম্ভাবনা আছে। আমরা জানি উনি কেমন খেলোয়াড়। উনি যে বাদ পড়েছে, এই রকম কিছু না। একটু হয়তো অফফর্মে আছে। আবার খুব দ্রুত বাংলাদেশ দলে ফিরে আসবে, এটা আমি বিশ্বাস করি।
নতুন নির্বাচক কমিটি লিটনকে বাদ দিয়ে বাকিদের উদ্দেশে কড়া বার্তা দিলেন কিনা, এমন প্রশ্নের উত্তরে মিরাজ বলেন, ‘জাতীয় দলে পারফরম্যান্স করেই খেলতে হবে। আমি যদি ভালো না খেলি, আমাকেও বাদ দেয়া হবে। জাতীয় দল এমন একটা জায়গা আপনাকে পারফর্ম করেই থিতু হতে হবে। এটা একদিনের না। দেখেন মুশফিক ভাই, রিয়াদ ভাইরা অনেক বছর সার্ভিস দিয়েছে। তারপরও সবার অবনমন থাকে। আমার কাছে মনে হয় পারফর্ম করে জাতীয় দলে থাকাটা গুরুত্বপূর্ণ। আপনি খারাপ খেললেও কিন্তু আপনি সুযোগ পাবেন না, এটা প্রত্যেকটা খেলোয়াড়ের ক্ষেত্রেই হতে পারে।
সিএসপি/বিআরসি