Logo
শনিবার, ১০ মে ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন

নিউজিল্যান্ডের বিপক্ষে আবারও হারল পাকিস্তান

পাকিস্তান

খেলাধুলা ডেস্ক : প্রথম টি২০ তে মাত্র ৯১ রান করে গুটিয়ে যায় পাকিস্তান। আজ নতুন প্রত্যাশা নিয়ে মাঠে নামলেও খুব বেশি একটা পরিবর্তন আনতে পারলো না পাকিস্তান। ১৩৫ রান করলেও নিউজিল্যান্ড সেই রান ১১ বল হাতে রেখেই ৫ উইকেটের সহজ জয় তুলে নেয়।

লক্ষ্য ছিলো মাত্র ১৩৬ রান। যদিও প্রথম ওভারেই কোনো রান নিতে পারেনি কিউইরা। কিন্তু এরপরই শুরু হয় ছক্কার ঝড়! পরের ১২ বলে ৭টি ছক্কা হাঁকান দুই ওপেনার টিম সাইফার্ট ও ফিন অ্যালেন।

সাইফার্ট ও অ্যালেনের বিধ্বংসী শুরুর পর ম্যাচ একপ্রকার একপেশে হয়ে যায়। মাত্র ২৯ বলে ৬৬ রানের জুটি গড়ে কিউইদের সহজ জয়ের ভিত গড়ে দেন তারা।

এই মাঠে এখন পর্যন্ত টি২০ তে ১২৫ বল খেলে ৩১টি ছক্কা মেরেছেন অ্যালেন। পাকিস্তানের বিপক্ষেই ৭৮ বলে হাঁকিয়েছেন ২১টি ছক্কা!

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। হাই রিস্ক ক্রিকেট খেলতে গিয়ে ১৯ রানেই দুই ওপেনার হাসান নওয়াজ ও মোহাম্মদ হারিসকে হারায় দলটি।

অধিনায়ক সালমান আগার একাই চেষ্টা করেন দলকে এগিয়ে নিতে। তার ২৮ বলে ৪৬ রানের ইনিংসের সঙ্গে শাদাব খানের ১৪ বলে ২৬ রানের ক্যামিও মিলিয়ে কোনোভাবে ১৩৫ রান সংগ্রহ করে পাকিস্তান।

যদিও এই রান প্রতিদ্বন্দ্বিতার জন্য যথেষ্ট ছিলো না। নিউজিল্যান্ডের বিধ্বংসী ব্যাটিং লাইনআপের সামনে এই রান যেনো একেবারেই ফিকে হয়ে পড়ে।

এদিকে টানা দুই ম্যাচে হারের পর সিরিজ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় রয়েছে পাকিস্তান। সিরিজে টিকে থাকতে হলে পরবর্তী ম্যাচে জয় পাওয়া ছাড়া কোনো বিকল্প নেই সফরকারীদের সামনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ