স্পোর্টস ডেস্ক:
শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচে কুসল মেন্ডিস ও চারিথ আসালঙ্কাকে আউট করে ওয়ানডেতে ১০০ উইকেটের মাইফলক স্পর্শ করেন তাসকিন আহমেদ।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অষ্টম বোলার হিসেবে উইকেটের সেঞ্চুরি করার কৃতিত্ব দেখান এই পেসার।
শিষ্য মাইলফলক ছোঁয়ায় তাকে অভিনন্দন জানাতে ভুল করেননি বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। ৭২ ওয়ানডেতে ১০০ উইকেট শিকার করা তাসকিনকে অভিনন্দন জানিয়ে সাদা বিদ্যুৎখ্যাত ডোনাল্ড বলেন, তাসকিন, ওয়ানডে ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক ছোঁয়ায় আমি তোমায় অভিনন্দন জানাই। তুমি দলের পেস ইউনিটের নেতা, যে আড়ালে কঠোর পরিশ্রমী। আমি চাই ভবিষ্যতে তুমি এইরকম আরও অনেক মাইলফলক স্পর্শ কর।
তাসকিনের আগে স্পিনার আবদুর রাজ্জাক, মো. রফিক, পেসার মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, স্পিনার সাকিব আল হাসান, পেসার মোস্তাফিজুর রহমান ও স্পিনার মেহেদী হাসান মিরাজ ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন।
অষ্টম বোলার হিসেবে ওয়ানডেতে ১০০ উইকেট শিকার করা তাসকিন ক্যারিয়ারে দুইবার পাঁচ উইকেট শিকার করেছেন। চারবার শিকার করেছেন চার উইকেট।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর পরই বাংলাদেশের দায়িত্ব ছাড়েন অ্যালান ডোনাল্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে মনোমালিন্যের কারণে চুক্তি আর নবায়ন করেননি তিনি। বর্তমানে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ঘরোয়া লিগের দল ডিপি ওয়ার্ল্ড লায়ন্সের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করছেন।
সিএসপি/বিআরসি