Logo
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

কোচের দায়িত্ব থেকে দরিভালকে বহিস্কার করল ব্রাজিল

ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হলেন দরিভাল জুনিয়র। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার বিপক্ষে ৪-০ গোলের পরাজয়ের পর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন চলছিল।

অবশেষে মাত্র ১৪ মাসের মাথায় কোচিং অধ্যায় শেষ করল ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।

৬২ বছর বয়সী দরিভাল জুনিয়র ২০২৪ সালের জানুয়ারিতে ব্রাজিলের দায়িত্ব নেন। ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয়ে শুরুটা ভালো হলেও ধারাবাহিক পারফরম্যান্সের অভাবে সমালোচনার মুখে পড়েন তিনি।

তার অধীনে দল ১৬ ম্যাচে সাত জয়, ছয় ড্র এবং তিনটি হার পেয়েছে।

বিশেষ করে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়, ১৬ বছর পর প্যারাগুয়ের কাছে পরাজয় এবং ইতিহাসে প্রথমবার আর্জেন্টিনার বিপক্ষে হোম ও অ্যাওয়ে দুই ম্যাচেই হার তাকে চাপে ফেলে দেয়।

ব্রাজিল ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে দরিভালকে ধন্যবাদ জানিয়ে বলেছে, “দরিভাল জুনিয়র আর ব্রাজিল দলের কোচ হিসেবে থাকছেন না।

সিবিএফ তার পরবর্তী ক্যারিয়ারের সাফল্য কামনা করছে এবং নতুন কোচ খুঁজতে এখন থেকেই কাজ শুরু করবে।”

২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর তিতে কোচের পদ ছাড়েন।

এরপর রামোন মেনেজেস পাঁচ মাস, ফার্নান্দো দিনিজ ছয় মাস এবং দরিভাল মাত্র ১৪ মাস দায়িত্ব পালন করেন।

এখন দেখার বিষয়, ব্রাজিল ফুটবল ফেডারেশন নতুন কোচ হিসেবে কাকে বেছে নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ