সিএসপি ডেস্কঃ
এবার ছিনতাইয়ের শিকার হলেন নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
জানা গেছে, গত সপ্তাহে জ্যোতির একটি ব্যাগ অস্ত্রধারী ছিনতাইকারীরা নিয়ে যায়। তার ওই ব্যাগটি সতীর্থ ফারজানা হক পিংকির স্বামী মাহবুব রাকিব শেরপুর থেকে নিয়ে এসেছিলেন। ব্যাগ নিয়ে রাকিব যখন কেয়ারটেকারের অপেক্ষায় ছিলেন, তখন তিন-চারজন অস্ত্রধারী ছিনতাইকারী অস্ত্রের মুখে তার হাত থেকে ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে কিছু ক্রিকেট খেলার সরঞ্জাম এবং মূল্যবান সামগ্রী ছিল।
গত সপ্তাহে এই ঘটনার পর জ্যোতি এবং রাকিব দুজনই মামলা করেছেন বলে জানা গেছে। তবে ঘটনার সপ্তাহ পেরিয়ে এখনো ব্যাগের হদিস পাননি জ্যোতি।
এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজ নিয়ে এখন প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটছে জ্যোতির। আগামী ২১ মার্চ ওয়ানডে দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ। অজিদের বিপক্ষে সমান তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টির দুটি সিরিজ খেলবেন জ্যোতিরা।
সিএসপি/বিআরসি