দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ফিজিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল আটটা তিন মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলে ছয় দশমিক পাঁচ মাত্রার এই ভূকম্পন অনুভূত হয়।
এর উৎপত্তিস্থল ছিল ১৭৪ কিলোমিটার (১০৮ মাইল) গভীরতায়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি অত্যন্ত গভীরে সংঘটিত হওয়ায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরণের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা নিশ্চিত করেছে যে, উৎপত্তিস্থল গভীর সমুদ্র থেকে হওয়ায় তীব্র ভূমিকম্প সত্ত্বেও সুনামির হুমকি নেই।
এই ভূমিকম্প এমন এক সময়ে ঘটলো, যখন একদিন আগেই—গতকাল রবিবার, ভারত, মিয়ানমার ও তাজিকিস্তানে এক ঘণ্টার ব্যবধানে পরপর চারটি ভূমিকম্প আঘাত হানে।
বিষয়টি ঘিরে মধ্য ও দক্ষিণ এশিয়ার বেশকিছু অঞ্চলে উৎকণ্ঠা তৈরি হয়েছে।