ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের ইসলামাবাদ। মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে দেশটিতে।
আজ শনিবার (১২ এপ্রিল) দুপুরের দিকে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।
পাকিস্তানের ভূমিকম্প গবেষণা সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টারের তথ্য মতে, রাজধানী ইসলামাবাদের পাশাপাশি রাওয়ালপিন্ডিতে কম্পন অনুভূত হয়েছে।
ভূমিকম্প অনুভূত হয় দেশটির উত্তরাঞ্চলীয় পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়াতেও।