Logo
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন

পাকিস্তানে বোমা হামলায় ৫ চীনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়ায় গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় পাঁচ চীনা নাগরিক নিহত হযওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৬ মার্চ) ইসলামাবাদ থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের দাসুতে ক্যাম্পে যাওয়ার পথে চীনা প্রকৌশলীদের একটি কনভয়ে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি দিয়ে আত্মঘাতী বোমা হামলা চালানো হয় বলে জানিয়েছেন আঞ্চলিক পুলিশ প্রধান মো. আলী গন্ডাপুর। হামলায় পাঁচ চীনা নাগরিক এবং পাকিস্তানি ড্রাইভার নিহত হয়েছেন বলে জানান তিনি।

গান্ডাপুর জানান, খাইবার পাখতুনখাওয়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে।

সশস্ত্র যোদ্ধারা পাকিস্তান নৌবাহিনীর একটি বিমানঘাঁটিতে হামলা চালানোর কয়েক ঘণ্টা পর এ হামলার ঘটনা ঘটলো।

বেলুচিস্তানের বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে অন্যতম বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। তারা এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। বিএলএ এর আগেও এই অঞ্চলে এবং অন্যত্র পাকিস্তানি ও চীনা স্বার্থের ওপর হামলার সঙ্গে জড়িত ছিল।

এ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা একটি বিশাল ক্ষতি থেকে রক্ষা পেয়েছি।

পাকিস্তান নৌবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ঘাঁটিতে প্রবেশের চেষ্টা করার পর পাঁচজন হামলাকারীকে হত্যা করা হয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, একজন আধাসামরিক সৈন্যও নিহত হয়েছে।

সিএসপি/বিআরসি

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ