Logo
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাটিতে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল ৬ জনের আনোয়ারায় পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার ১ পটিয়ায় ৫শ শয্যার হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শণ করলেন স্বাস্থ্য উপদেষ্টা চন্দনাইশে নোংরা পরিবেশে খাবার তৈরি: বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা মিরসরাইয়ের ওয়াহেদপুরে প্রবাসীর ঘরে মিললো ৬৯ গোখরার বাচ্চা হাটহাজারীতে ভোররাতে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, গুলিবিদ্ধ সৈনিক ফটিকছড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীতাকুণ্ডে বাসে ধাক্কা দিয়ে পিকআপ উল্টে শিশুর মৃত্যু, আহত ৭ ফটিকছড়িতে হত্যা মামলার ৩৪ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার মিসাইল ধ্বংসের পরীক্ষা চালালো ভারত

নিউইয়র্কে হেলিকপ্টার বিধ্বস্ত,নিহত ৬

নিউইয়র্ক সিটির হাডসন নদীতে বৃহস্পতিবার (১০ এপ্রিল) একটি পর্যটকবাহী হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিউইয়র্ক হেলিকপ্টার্স-এর চার্টার্ড বেল ২০৬ হেলিকপ্টারটি বিকেল ৩টা ১৭ মিনিটে লোয়ার ম্যানহাটনের কাছাকাছি হাডসন নদীতে পড়ে যায়।

এটি ওয়াল স্ট্রিট হেলিপোর্ট থেকে উড্ডয়নের মাত্র ১৫ মিনিট পর জর্জ ওয়াশিংটন ব্রিজ পর্যন্ত পৌঁছে আবার দক্ষিণমুখে মোড় নেয় এবং এরপরই দুর্ঘটনাটি ঘটে।

হেলিকপ্টারটিতে পাইলট ছাড়াও স্পেনের বার্সেলোনা থেকে আসা পাঁচ সদস্যের একটি পরিবার ছিল।

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা এই মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং যাত্রীদের জন্য শোক প্রকাশ করছি।’

জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনাটি তদন্ত করছে।

জার্সি সিটি মেডিকেল সেন্টারে আহতদের নেওয়া হলেও কেউ বেঁচে ছিল না বলে জানিয়েছেন জার্সি সিটির মেয়র স্টিভেন ফুলোপ।

তিনি বলেন, ‘আমরা বহুদিন ধরেই হাডসন নদীর ওপরে অতিরিক্ত বিমান চলাচল নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছি। এই দুর্ঘটনা হয়তো আমাদের নিরাপত্তা দাবি আরও জোরালো করবে।’

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এই দুর্ঘটনাকে ভয়াবহ বলে মন্তব্য করেছেন এবং সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজকে বেদনাদায়ক বলে অভিহিত করেছেন।

হেলিকপ্টারটি দুর্ঘটনার সময় পেছনের রটার ও প্রধান ব্লেড ছাড়া নদীতে উলটোভাবে আছড়ে পড়ে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উদ্ধারকারীরা হেলিকপ্টারটিকে হাডসন নদীর জার্সি সিটি অংশের ৫০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার পানিতে উলটো অবস্থায় খুঁজে পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ