Logo
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন

গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩২ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক:

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ৮২ ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ৩২ হাজার।

শুক্রবার (২২ মার্চ) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকায় পরিবারগুলোর ওপর আরও নয়টি গণহত্যা চালিয়েছে। এতে করে গত ২৪ ঘণ্টায় ৮২ জন নিহত এবং আরও ১১০ জন আহত হয়েছেন। যুদ্ধ শুরুর পর থেকে এ নিয়ে নিহতের মোট সংখ্যা ৩২ হাজার ৭০ এবং আহতের সংখ্যা ৭৪ হাজার ২৯৮-তে পৌঁছেছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় আটকে আছে। উদ্ধারকারীরা এখনো তাদের কাছে পৌঁছাতে পারেননি।

উল্লেখ্য, গেল বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, এই হামলায় প্রায় ১২০০ নিহত ও দুই শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে গেছে হামাস যোদ্ধারা। এর জবাবে ওই দিনই গাজায় বিমান হামলা ও পরে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনো এ হামলা অব্যাহত আছে।

সিএসপি/বিআরসি

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ