আন্তর্জাতিক ডেস্ক
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে হঠাৎ বন্যায় অন্তত ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে। এসময় ভূমি ধসের ঘটনা ঘটে।
রোববার (১০ মার্চ) স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান ডনি ইউসরিজাল এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়, ইন্দোনেশিয়ার ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, পেসিসির সেলাতানে ছয়জনের মরদেহ পাওয়া গেছে। পাদাং প্যারিয়ামানে তিন জনের লাশ পাওয়া গেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৯ জনে দাঁড়িয়েছে।
সংস্থাটির প্রধান বলেন, পশ্চিম সুমাত্রা প্রদেশের পেসিসির সেলাতান জেলায় শুক্রবার গভীর রাতে মুষলধারে বৃষ্টির পর কাদা, পাথর গাছ ধসে পড়ে। এই ধসে পাহাড়ের নিচে থাকা গ্রাম ক্ষতিগ্রস্ত হয়।
ইউসরিজাল আরও বলেন, কোটো ইলেভেন তরুসান গ্রামে থেকে সাতজনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। শুধু তাই না, পাশের দুটি গ্রাম থেকে আরও তিনজনের লাশ উদ্ধার করেছেন তারা।
সংস্থাটি বলেছে, কমপক্ষে দুইজন আহত হয়েছেন। আর বন্যায় সাতজন এখনও নিখোঁজ রয়েছেন। এছাড়া, ৮০ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে আছেন।
ইন্দোনেশিয়ায় প্রায়ই এমন বন্যা হয়ে থাকে। গত বছর ডিসেস্বর মাসে ভূমি ধসে অন্তত দুই জন নিহত হয়েছেন। অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই বন্যায় একটি হোটেলও ক্ষতিগ্রস্ত হয়েছিল।
সিএসপি/বিআরসি