লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান-২৫ উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় যানজট নিরসনের জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ ফেব্রুয়ারি(মঙ্গলবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।
সভায় উপজেলা ট্রাফিক বিভাগের ইনচার্জ হাসানুজ্জামান হায়দার,বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক কাজী মাওলানা নুরুল আলম চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা(এও) মুসলেহ উদ্দিন,সিএনজি সমিতির সভাপতি, বটতলী স্টেশন গাড়ি পরিবহনের নেতৃবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় বটতলী স্টেশনে যানজট নিরসন নিশ্চিত করতে কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়।