বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) থেকে ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন-২০২৫ শুরু হচ্ছে।
রোববার (৬ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকে এ বিষয়ে অবহিত করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, এই সম্মেলনের মাধ্যমে বিদেশি বিনিয়োগের পাইপলাইন তৈরী হবে বলে আশা করছে সরকার। সম্মেলনে অংশ নিবে ৪০ টি দেশের বিনিয়োগকারীরা।
যেখানে থাকবে চীনের পাওয়ার চায়না ও আমেরিকার এক্সিলারেট এনার্জীর মতো প্রতিষ্ঠানও। সম্মেলনে আইএলও ও নাসার সঙ্গে চুক্তি হবার সম্ভাবনাও আছে।
তিনি বলেন, বিগত সরকারের শাসনামলে দেশের অর্থনীতিতে যে ক্ষত তৈরি হয়েছে তা পুনরুদ্ধারে কাজ করছে অন্তর্বর্তী সরকার। নানামুখী পদক্ষেপের অংশ হিসেবে আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫।
দেশের বিনিয়োগ ব্যবস্থার সংস্কারে আয়োজিত এই সামিটে যুক্ত হবেন দেশি-বিদেশি বিনিয়োগকারী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা।
এছাড়া বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিডার পক্ষ থেকে সন্মেলনে অংশ নিতে বিএনপি, জামায়াত ও এনসিপি এই তিনটি রাজনৈতিক দলকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
ট্রাম্পের শুল্কনীতি নিয়ে ব্যাপক আলোচনার প্রসঙ্গও উঠে আসে সংবাদ সম্মেলনে। তবে এ ব্যাপারে নির্ভার থাকার পরামর্শ বিডা প্রধানের।
দেশে বৈশ্বিক বিনিয়োগের দুয়ার খুলতে ৭ থেকে ১০ এপ্রিল চারদিনব্যাপী রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’ অনুষ্ঠিত হবে।
সামিটের মূল লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা, জুলাই বিপ্লব-পরবর্তী অর্থনৈতিক সংস্কার প্রদর্শন এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ সংযোগ তৈরি করা।
এছাড়াও বিনিয়োগকারীদের আকৃষ্ট করার পাশাপাশি দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরাও এ সামিটের লক্ষ্য।